নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত সরকারের পক্ষ থেকে উপহার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।
বাংলাদেশের ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যয়, আধুনিক ও জীবন রক্ষাকারী যন্ত্রপাতি সম্বলিত নতুন অ্যাম্বুলেন্সটি হাসপাতালে যাওয়ার পথে রোগীদের মানসম্মত জরুরি সেবা ও ট্রমা লাইফ সাপোর্টের জন্য উপযোগী। চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে।
হাইকমিশন সূত্রে আরও জানা যায়, ভারত করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে বিভিন্ন উপায়ে, যেমন- পিপিই কিট, চিকিৎসা সরঞ্জাম, টেস্টিং কিট, টিকা সরবরাহ সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা ভাগাভাগি কর্মশালার মাধ্যমে সহায়তা করেছে। এ বছরের শুরুর দিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতের সাহায্যের প্রয়োজন হলে বাংলাদেশও সাড়া দিয়েছিল। তাই বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে, জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের উন্নতি সাধনে ভারত তার সামর্থ্যের মধ্যে বাংলাদেশকে সহায়তা করার জন্য যা করতে পারে তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সান নিউজ/এমকেএইচ