নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বারাকপুরে আলিফ ব্রিকস নামে একটি ইটভাটা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো পাঁচটি বোমা সাদৃশ্য বস্তু, ১২টি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে।
রোববার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরের দিকে ইলেকট্রিক মিস্ত্রি মোমিন হাসান ভাটার একটি ঘরের দ্বিতীয় তলায় ইলেকট্রিকের কাজ করতে যান। তিনি ছাদের উপরে একটি ব্যাগ দেখতে পান। সেখানে বোমা সাদৃশ্য বস্তু থাকতে পারে এমন সন্দেহে ভাটার মালিক চঞ্চল হোসেনকে বিষয়টি জানান। পরে ভাটার মালিক খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল পাঁচটি বোমা সাদৃশ্য বস্তু ও ১২টি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা দ্বারা খান জানান, কে বা কারা এই অস্ত্রগুলি রেখে গেছে তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। বোমা সাদৃশ্য বস্তুগুলো নিষ্ক্রিয় করার জন্য সদর থানায় নেয়া হয়েছে।
সান নিউজ/ এমবি