নিজস্ব প্রতিবেদক:
সন্তান অসুস্থ বাবাকে নিয়ে ঘুরছে হাসপাতাল থেকে হাসপাতালে। কিন্তু হাসপাতালের দরজা তাদের জন্য বন্ধ। শুধু একটি নয়, একে একে চারটি হাসপাতালে ঘুরেও চিকিৎসা না পেয়ে সন্তানের কোলেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন বাবা।
'আব্বুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু চার হাসপাতাল ঘুরেও বাঁচাতে পারলাম না। এর চেয়ে দুঃখের আর কী হতে পারে।' কেঁদে কেঁদে বলছিলেন সিলেটে ব্যবসায়ী পুত্র তিয়াম।
সিলেটের স্বনামধন্য ব্যবসায়ী ইকবাল হোসেন খোকার ছেলে নাসিব লতিফ তিয়াম। খোকা নিজ নামেই শহরের পরিচিত। নগরীর বন্দরবাজারের আরএল ইলেক্ট্রনিক শপের স্বত্বাধিকারী।
সিলেটে ‘খোকা ভাই’ নামে সবার কাছে পরিচিত। বয়স প্রায় ৫৫ বছর। এই খোকাকে নিয়ে চার হাসপাতাল ঘুরেও চিকিৎসা পেলেন না ছেলে তিয়াম। বিনা চিকিৎসায় মারা গেলেন সিলেটের স্বনামধন্য এই ব্যবসায়ী।
শুক্রবার (৫ জুন) থেকে ছেলে তিয়ামের আবেগপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। যারাই এ বক্তব্য শুনেছেন চোখের পানি ধরে রাখা কঠিন হয়েছে।
প্রায় ৪ দিন আগে করোনা টেস্টের জন্য নমুনা দেয়া হয়েছিলো। কিন্তু এখনো নমুনার ফলাফল জানানো হয়নি। আজ ভোররাতে হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর বাবাকে এম্বুলেন্সে করে হাসপাতালে হাসপাতালে ঘুরেও বাবাকে চিকিৎসা সেবা দিতে পারেননি পুত্র তিয়াম।