নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া থেকে ১১৭টি সাদা বক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০৩টি বক অবমুক্ত করা হয়েছে। বাকি ১৪টি সাদা বক অসুস্থ হওয়ায় চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পরই ওই বকগুলোকে উপজেলা প্রাঙ্গণে অবমুক্ত করা হবে।
শনিবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব সাদা বক উদ্ধার করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তারা।
বনবিভাগ সূত্র জানায়, স্থানীয় কিছু অসাধু পাখি ব্যবসায়ীদের পাতা ফাঁদে এসব বক আটকা পড়ে। খবর পেয়ে উখিয়া সদর বিট ও মাশকারিয়া বিটের মাঝামাঝি স্থান থেকে এই বকগুলো উদ্ধার করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, পাকপাখালি প্রকৃতির প্রাণ। সাদা বক সুষ্ঠু চাষাবাদে ভূমিকা রাখে। কক্সবাজারের উখিয়াসহ উপকূল এলাকায় কিছু অসাধু পাখি ব্যবসায়ী আছে যারা এই সাদা বক ধরেন। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সান নিউজ/ এমবি