নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিছানার নিচ থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, জব্দকৃত ফেনসিডিলের মূল্য ১৫ লাখ টাকা।
শুক্রবার (৫ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি জানান, বৃহস্পতিবার (৪ জুন) রাতে মৌচাক মাদ্রাসা রোডের সাফায়েত হোসেন চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আশরাফ আলী (৩৯), তার স্ত্রী মুক্তা (২৯) ও জায়েদুল ইসলাম (২৫)। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গ্রেফতারকৃতদের ভাড়া বাসার বিছানার নিচ থেকে চারটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকানো এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলগুলো ভারতে তৈরি। লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে ঢাকা ও নারায়ণগঞ্জ এসেছে। এগুলো আশেপাশের মাদক কারবারীদের কাছে বিক্রি করে আসছিল তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক, পরিদর্শক (তদন্ত) আজিজুল হক, পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদারসহ অনেকে।