নিজস্ব প্রতিনিধি, পাবনাঃ পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা রেল সেতুর পূর্বপাড়ে চলন্ত ট্রেনে কাটা পড়ে যুগল সূত্রধর (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার (৮ অক্টোবর) বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুগলের নাম ছাড়া অন্য কোনো পরিচয় জানেন না এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, যুগল প্রায় এক বছর ধরে সদর ইউনিয়নের কৈডাঙ্গা বাজারে বিভিন্ন দোকানের বারান্দায় ও রাস্তার ধারে থাকতেন। বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে মানুষের কাছ থেকে খাবার চেয়ে খেতেন। এলাকার মানুষ তার পরিচয় জানতে চাইলেও কিছু বলতে পারেননি যুগল। শুক্রবার দুপুরে যুগল সেতুর পূর্বপাড়ে রেল লাইনের ওপর শুয়ে ছিল। এরপর বিকেল পৌনে ৩টার দিকে একটি ঢাকাগামী চলন্ত ট্রেন তাকে দ্বিখণ্ডিত করে চলে যায়।
কৈডাঙ্গা গ্রামের ইউপি সদস্য সাগর হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ মারা যাওয়ার ঘটনা থানা পুলিশ ও রেল পুলিশকে জানানো হয়েছে। পরিবারের সন্ধান না পাওয়ায় মরদেহ সৎকারের ব্যবস্থাও করবেন প্রশাসন।
সান নিউজ/ এমএইচ