নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী পৌর শহরের নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে ৫২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের ব্যবধানে আগুনের লেলিহান শিখা ভয়ঙ্কর রূপ ধারণ করে গোটা নিউমার্কেট এলাকায় ছড়িয়ে পড়ে। এতে মুদি, চাল, হার্ডওয়্যার, খাবার হোটেলসহ অন্তত ৫২ প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।
এদিকে ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশন ৫ মিনিটের দূরত্ব হলেও পৌঁছাতে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা।
পটুয়াখালী ফায়ার স্টেশনের উপ-পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহম্মেদ জানান, খবর পেয়ে পটুয়াখালী ফায়ার স্টেশনের নৌ এবং স্থল পথের ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমতলী ও বাকেরগঞ্জ ফায়ার স্টেশনকে অবহিত করা হয়। পরে দুই ঘণ্টার চেষ্টায় ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনায় ৫২ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত করা যায়নি।
সান নিউজ/ এমবি