নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলে ১ হাজার ২২৫ বোতল ফেনসিডিল রাখার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ব্রজপাটলী গুচ্ছগ্রামের বাসিন্দা আনসার গাজীর ছেলে জাহাঙ্গীর আলম ও হায়াত গাজীর ছেলে আব্দুল হাকিম গাজী।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৭ আগস্ট নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার আবাদ মোড়ে ইঞ্জিন চালিত একটি আলম সাধুর বডির ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত ১ হাজার ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। আসামিরা পলাতক আছেন।
সান নিউজ/ এমবি