নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ পূর্ব ঘোষণা ছাড়াই চট্টগ্রাম শহরে পরিবহন ধর্মঘট শুরু করেছে পরিবহন মালিক শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে পরিবহন শ্রমিক সংগঠনগুলো ধর্মঘট শুরু হয়। জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'সবসময় আমরা প্রশাসনের নির্যাতনের শিকার হতে হয়। কারণ ছাড়াই মামলা দিচ্ছে। ট্রাফিক পুলিশসহ প্রশাসনের লোকজন বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছে। আমরা আর পারছি না। তাই বাধ্য হয়ে গাড়ি বন্ধ রেখেছি।'
পরিবহন মালিকরা জানান, 'প্রশাসনের হয়রানির কারণে তারা গাড়ি চালাতে পারছেন না। এজন্য বাস চলাচল বন্ধ রেখেছেন।'
সান নিউজ/এমএইচ