নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: টিকিট কেটেও ট্রেনে উঠতে না পেরে রাজশাহী স্টেশনে বিক্ষোভ করেছে যাত্রীরা।
বুধবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন ছাড়ার কথা ছিলো ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটির। ভিড়ের কারণে নির্ধারিত সময় পেরিয়ে যায় ট্রেন ছাড়তে। এক সময় দেড় শতাধিক যাত্রী রেখেই ছেড়ে যায় পদ্মা এক্সপ্রেস। এ ঘটনার পর রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।
মূলত, বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়। এরপর থেকেই ভর্তিচ্ছু ও অভিভাবকদের রাজশাহী ছাড়ার প্রতিযোগিতা শুরু হয়। সবার টার্গেট ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের প্রতি। অতিরিক্ত ট্রেন টিকিট এক্সামিনার (টিটিই) ও ট্রেন টিকিট চেকারের (টিটিসি) কাছ থেকে হাতে লেখা টিকিট কিনেও ট্রেনে উঠতে পারেনি যাত্রীরা।
জানা গেছে, স্টেশনে ঢাকাগামী যাত্রীদের টিকিট নিতে ভিড় দেখা দেয়। সেই ভিড় গিয়ে ঠেকে ট্রেনের কামরায়। গাদাগাদি করে লোকজন উঠে পড়েন ট্রেনে। এক সময় দেড় শতাধিক অতিরিক্ত যাত্রী রেখেই ছেড়ে যায় পদ্মা এক্সপ্রেস। এ ঘটনার পর রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। তবে রেল কর্তৃপক্ষের আশ্বাসে ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হয়।
রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) মিহির কান্তি গুহ বলেন, ‘এটি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়, সাধারণ একটি ঘটনা। ট্রেনে বাড়তি চাপ থাকলে করার কিছু নেই। আমার সিট ক্যাপাসিটি এক হাজার, মানুষ উঠতে চায় ১০ হাজার। বাড়তি টিকিট ক্রয় করে তারাই উল্টো ঝামেলার সৃষ্টি করেছেন।’
সান নিউজ/ এমবি