নিজস্ব প্রতিনিধি, সিলেটঃ সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে করে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ও সোমবার রাতে র্যাব-৯ হবিগঞ্জ ও শ্রীমঙ্গল ক্যাম্প পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে চুনারুঘাট উপজেলার চানপুর বাসস্ট্যান্ড এর কাছ থেকে ২০ কেজি গাঁজাসহ রায়হান আহম্মেদ (১৯) নামে এক মাদক কারবিরকে গ্রেপ্তার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার হাপ্টারহাওর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
একই উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের উবাহাটা নামক স্থান থেকে ৩৮ কেজি গাঁজাসহ উবাহাটা গ্রামের ছুরত আলীর ছেলে তারেক মিয়াকে (২২) কে গ্রেফতার করে। এ সময় আরো দুই মাদক কারবারি পালিয়ে যায়।
এদিকে, নবীগঞ্জ উপজেলার আমকোনা এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ চাদপুরের মতলব উত্তর থানার গুচ্ছগ্রামের মৃত লোকমান খানের ছেলে মহরম খানকে (২৬) গ্রেপ্তার করা হয়।
সান নিউজ/এমএইচ