নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আবারও যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। এতে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলোকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় ছয় শতাধিক যাত্রীবাহী বাস ও ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে বর্তমানে ২০ ফেরি চলাচল করছে। হঠাৎ করেই যানবাহনের চাপ বাড়ায় ঘাট এলাকায় যানজট তৈরি হয়েছে। যানজট নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে যানবাহনগুলোকে ফেরি পার করা হচ্ছে।
সান নিউজ/ এমবি