নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পৃথিবীর বেশিরভাগ দেশই তাদের জিডিপি ধরে রাখতে পারেনি। অথচ বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ২২৭০ ডলার। রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই। বাংলাদেশ এখন ঋণ দেয়; সেই পর্যায়ে চলে গেছে। বাংলাদেশ এখন বিভিন্ন দেশে মঞ্জুরি দেয়। সেই সক্ষমতা বাংলাদেশের হয়ে গেছে।’
মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলার বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে পূজা কমিটির সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘৭৫-পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী চক্র সাম্প্রদায়িকতার অজুহাত দেখিয়ে দেশকে বিভক্ত করতে চেয়েছিলো। প্রকৃতপক্ষে তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো। যারা সাম্প্রদায়িকতা দিয়ে আমাদের শাসন-শোষণ করতে চেয়েছিলো, তারা আমাদের মুক্তিযুদ্ধকে অপমানিত করতে চেয়েছিলো। তারা আমাদের গর্ব ও অহংকারের জায়গা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছিলো। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ পরিচালিত হচ্ছে।’
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৯৪টি পূজা মণ্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা, শাড়ি ও ধুতি উপহার দেয়া হয়।
সান নিউজ/ এমবি