নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে মনাই হোসেন নামে এক ইউপি সদস্যের (মেম্বার) বসতঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
মনাই হোসেন সিডিখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মনাই হোসেনের বসতঘরে হাতবোমা তৈরি করা হচ্ছিলো। সোমবার রাতে হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয়। এতে ঘরটি বিধ্বস্ত হয়ে যায়। এ ঘটনায় পাঁচজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ইয়ামিন ব্যাপারী (৪৫) ও সুমন সিকদারকে (৩০) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল জানান, বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সান নিউজ/ এমবি