নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন মনসুর আলী। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেছিলেন। পরে দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগদান করেন।
এদিকে, আসন্ন ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। শুধু তাই নয়, মনোনয়ন দৌঁড়ে এগিয়ে রয়েছেন মনসুর আলী। তবে তার মনোনয়ন চাওয়া নিয়ে চলছে ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া।
জানা গেছে, ২০১৬ সালের ৭ মে অনুষ্ঠিত সারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মনসুর আলী ২২ হাজার একশ ৪১ ভোটারের মধ্যে ভোট পেয়েছিলেন ২ হাজার ২শ ৯৫ ভোট আর আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম প্রধান নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৪শ ৯৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হুমায়ন কবির পেয়েছিলেন ৪ হাজার ৯ শ ৮৩ ভোট।
সারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আজিজুল ইসলাম বলেন, হাইব্রিড নেতাদের নৌকার প্রতীক দেওয়া হলে বিষয়টি সাধারণ জনগণ মেনে নেবে না। ত্যাগী আওয়ামী লীগ নেতাদের নৌকা প্রতীক দেওয়ার জোর দাবি করেন আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক।
তবে নৌকা প্রতীক প্রত্যাশী ও সাবেক বিএনপি নেতা মনছুর আলী বলেন, আওয়ামী লীগকে ভালবেসে বিএনপি ছেড়ে দলে যোগদান করেছি, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করে যাচ্ছি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী বলেও দাবি করেন।
আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। বিষয়টি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবেন। দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই নেতাকর্মীদের কাজ করতে হবে।
সান নিউজ/এমকেএইচ