নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়িগুলোকে ফেরিতে উঠতে অপেক্ষা করতে হচ্ছে ১০ থেকে ১২ ঘণ্টা।
সোমবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
দৌলতদিয়া ঘাট এলাকার জিরো পয়েন্ট (৩ নম্বর ফেরি ঘাট) থেকে সাড়ে ৬ কিলোমিটার পর্যন্ত প্রায় সহস্রাধিক দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে।
বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) শিহাবউদ্দিন জানান, দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করে। কিন্তু বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। যান্ত্রিক ত্রুটির কারণে ৩টি ফেরি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, প্রায় দেড় মাস ধরে বাংলাবাজার ও শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই সব রুটের অধিকাংশ গাড়ি এ ঘাট ব্যবহার করছে। যে কারণে দৌলতদিয়া এবং পাটুরিয়া উভয় ঘাটে যানবাহনের লম্বা লাইন তৈরি হচ্ছে।
সান নিউজ/ এমবি