নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের নলডাঙ্গায় স্ত্রীর সাবেক স্বামী মহাসিন আলী ভুট্টোর ফালার আঘাতে রহিদুল ইসলাম (৪৫) নামের এক গ্রাম্য ডাক্তার খুন হয়েছেন। রোববার (৩ অক্টোবর) রাত ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রহিদুল ইসলাম (৪৫) উপজেলার ক্ষুদ্রবাড়িয়াহাটি গ্রামের আবুল কাসেম মন্ডলের ছেলে। অভিযুক্ত মহসিন আলী ভুট্টু নলডাঙ্গা উপজেলার কোমরপুর গ্রামের আকরাম আলী ওরফে মাকেরের ছেলে।
নিহতের আত্মীয়-স্বজন জানায়, গত (২৭ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলাম পীরগাছা বাজারে নিজের ওষুধের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মহসিন আলী ভুট্টু ফালা দিয়ে আঘাত করলে গুরুতর জখম হন রহিদুল। আহত অবস্থায় রহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মহসিন আলী ভুট্টুর স্ত্রী জোসনা বেগমের সঙ্গে নিহত রহিদুলের দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে বসে সমাধানের চেষ্টা করা হয়। তবে জোসনা বেগম ভুট্টুকে তালাক দিয়ে ছয় মাস আগে গ্রাম্য চিকিৎসক রহিদুলকে বিয়ে করে সংসার শুরু করেন।
এই অবস্থায় সাবেক স্বামী মহসীন বাদী হয়ে আদালতে মামলা করেন। এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার মধ্য দিয়ে পুনরায় সাবেক স্বামী মহাসিনের কাছে ফিরে যান জোসনা। কিছুদিন পর ফের স্বামী মহসিনকে তালাক দিয়ে রহিদুলকে বিয়ে করেন জোসনা। এ নিয়ে রহিদুল ও মহসিনের মধ্যে শুরু হয় বিরোধ।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নলডাঙ্গা থানায় এখনো মামলা হয়নি। তবে ঘটনার পর থেকেই মহসিন পলাতক রয়েছেন। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সান নিউজ/এমকেএইচ