নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দিবাগত রাত চারটার দিকে বঙ্গোপসাগরের নিশানবাড়িয়া-সোনাকাটা মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিলেন ১৪ জন জেলে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোস্টগার্ড ও তালতলী নৌ-পুলিশ।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওসার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক হওয়া চৌদ্দ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশদিন করে কারাদণ্ড দেয় তালতলী উপজেলা প্রশাসন।
এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার মিটার জাল, তিনটি ফিশিংবোট ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে সোমবার (৪ অক্টোবর) সকালে জালগুলো নষ্ট করে দেয়া হয় এবং জব্দ করা ইলিশ গুলো এতিমখানায় দান করা হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
৪-২৫ অক্টোবর মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আইন অমান্যকারীকে জেল-জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
সান নিউজ/এফএইচপি