ছবি: সংগৃহীত
সারাদেশ
দুই বান্ধবীকে ধর্ষণের পর হত্যা

মিন্টু-আজিজুলের ফাঁসি কার্যকর হবে সোমবার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুই বান্ধবীকে দলবদ্ধভাবে ধর্ষণের পর খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসির আদেশ কার্যকর হতে যাচ্ছে।

সোমবার (৪ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে তাদের ফাঁসি কার্যকর করা হবে বলে কারা সূত্র নিশ্চিত করেছে। যশোর কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বদর ঘটকের ছেলে আজিজুল হক ওরফে আজিজ (৫০) ও একই গ্রামের আলী হিমের ছেলে মিন্টু ওরফে কালু (৫০)।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর আলমডাঙ্গা থানা-পুলিশ খাসকররা ইউনিয়নের রায় লক্ষ্মীপুর গ্রামের মাঠ থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তে জানা যায়, খুনের আগে তাদের দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। ওই দুই তরুণী বান্ধবী ছিলেন।

ঘটনার পর নিহত এক তরুণীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেন। এই মামলায় মিন্টু, আজিজ ছাড়াও একই গ্রামের সুজন আলি ও মহিউদ্দিনকে আসামি করা হয়েছিলো। আলমডাঙ্গা থানা-পুলিশ এজাহারভুক্ত চার আসামিকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে আসামি মহিউদ্দিনের মৃত্যু হয়।

২০০৭ সালের ২৬ জুলাই চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সরকার আবুল মনসুর আহম্মদ আসামি মিন্টু, আজিজুল ও সুজন আলির বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন। রায়ের পর আসামিপক্ষ হাইকোর্টে আপিল করে। শুনানি শেষে ২০১২ সালের ১১ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

এদিকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসামি সুজন আলিকে মামলা থেকে অব্যাহতি দেন। তবে অন্য দুই আসামির ফাঁসির আদেশ বহাল রাখেন। গত ২০ জুলাই সুজন আলি কারামুক্ত হন। এদিকে মিন্টু ও আজিজ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও সেটি নাকচ করা হয়।

জেলার তুহিন কান্তি খান জানান, ফাঁসি কার্যকর করতে কেতু কামার, মশিয়ার রহমান, লিটু হোসেন ও আজিজুর রহমানসহ আটজন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে। ফাঁসি কার্যকরের সময়ে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে মৃত্যুদণ্ড কার্যকরের আগে মিন্টু ও আজিজের স্বজনেরা গতকাল শনিবার যশোর কেন্দ্রীয় কারাগারে গিয়ে শেষবারের মতো তাদের দুজনের সঙ্গে দেখা করেন। এ সময় সেখানে খাসকররা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। চেয়ারম্যান জানান, পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় মিন্টু ও আজিজুল সবার কাছে ক্ষমা চেয়ে কাঁদতে থাকেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপিডিএফের সড়ক অবরোধ চলছে

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: পাহাড়ের দুই আঞ্চলিক সশ...

৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : দেশের ৬টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা...

এবার নেতার ছেলের প্রেমে সারা 

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে কোনও রাখঢাক নেই সারা আলি খ...

ফলোঅনে পড়লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যার...

সিরিয়ায় মার্কিন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মার্কিন বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী...

৭ বিভাগে বৃষ্টি পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: আজ দেশের ৭ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানি...

বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস...

সাবেক মন্ত্রী উবায়দুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দু...

ত্রিপুরায় বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায়...

বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামলো আদানি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কাছে প্রায় ১০ হাজার ৮৬ কোটি টাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা