নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসার পুকুরে ধরা পড়েছে ‘সাকার ফিস’। শনিবার (২ অক্টোবর) সকালে উপজেলার আড়পাড়া হাফেজীয়া মাদ্রাসার পুকুরে জাল ফেললে মাছটি ধরা পড়ে।
মাদ্রাসার শিক্ষক হাফেজ হেদায়েত চৌধুরী জানান, "আমি সকাল আটটার দিকে জাল নিয়ে মাদ্রাসার পুকুরে মাছ ধরতে যাই। কয়েকবার জাল ফেলার পর মাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় এক কেজি। মাছটি এখনও আমি রেখে দিয়েছি। পরে ছেড়ে দিবো।
সান নিউজ/এমএইচ