নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর এলাকায় ঘরের চালের ওপর জমে থাকা পাতা পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোকছেদ আলী (৫২) নামে এক টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
মৃত মোকছেদ আলী উপজেলার মিস্ত্রিপাড়ার বাসিন্দা।
জানা গেছে, দুপুরে পাতা পরিষ্কারের সময় অসাবধানতাবশত চালের ওপর থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন মোকছেদ আলী। এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সান নিউজ/ এমবি