নিজস্ব প্রতিনিধি, ভোলাঃ ইলিশ শিকারে গিয়ে ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে ট্রলার ডুবে ১৭ জন জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে চরফ্যাশন উপজেলার ঢালচর সংলগ্ন ভাসানচরের পূর্বে মেঘনা নদীর মোহনায় এফবি মা জননী-২ নামের একটি ট্রলার তলা ফেটে ডুবে যায় বলে জানান স্থানীয় জেলেরা।
মৎস্য ঘাটের আড়ৎ মালিক মোসলেউদ্দিন মাঝি ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করে জানান বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ১৭ জেলে ও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মেলেনি।
নিখোঁজ জেলেরা হলেন- ট্রলার মালিক মহিউদ্দন মাঝি, আমজাদ, দুলাল, শাহজাহান চকিদার, ফরিদুল ইসলাম, ওবায়েদ উল্লাহ, মোসলেউদ্দিন মুছা, নুরনবী, আব্দুল মুনাফ চকিদার, শাহজাহান দালাল, জসিম, নুরে আলম, বেল্লাল হোসেন, জাকির হোসেন, মো. রুবেল। বাকি জেলের নাম-পরিচয় জানা যায়নি।
নিখোঁজ জেলেরা চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
সান নিউজ/এমএইচ