নিজস্ব প্রতিনিধি (শিবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁকা ইউনিয়নের লক্ষীপুর এলাকার পদ্মা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আরও পাঁচজন।
নিহত চারজনের মধ্যে দুইজন হলেন, পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল আলমের স্ত্রী লিলিমন বেগম ও তার নাতি সিয়াম আলী। তবে তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানা যায়নি। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা উজ্জ্বল হক জানান, শ্যালোমেশিন চালিত একটি নৌকা ৪০-৫০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীর পাঁকা ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝ নদীতে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে চারজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অীফসার সাকিব আল রাব্বী ও শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন। তারা জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।
সান নিউজ/এমকেএইচ