নিজস্ব প্রতিনিধি, ভোলা: বাংলাদেশের নদনদী থেকে শুরু করে চরফ্যাশনের উপকূলের সাগর মোহনায় এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ডিমওয়ালা ইলিশ। আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে। ইলিশ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞার আগ মুহূর্তে এতো মাছ জালে ধরা পড়ায় খুশি জেলেরা।
ইলিশ মৌসুমের শেষ সময়ে জেলেরা দিনরাত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জাল ফেলতে নদীতে যাচ্ছেন। মৌসুমের শেষ সময়ে ইলিশ ধরে দাদনের টাকা পরিশোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
জেলেরা জানান, চলতি বছরেও ১ অক্টোবরের আগেই এসব ইলিশ ডিম ছাড়তে চলে আসছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি গত কয়েক দিন টানা বৃষ্টি থাকায় মেঘনা ও সাগর মোহনায় ইলিশ বিচরণের পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও জানান তারা। আর এ কারণে ঝাঁকের ইলিশ উঠে আসছে।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন এ অঞ্চলের ইলিশ চ্যানেলে মাছ ধরা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এর পর ১ নভেম্বর থেকে ৬ মাসের জন্য ঝাটকা ধরা আইন বলবৎ থাকবে।
সান নিউজ/এমএইচ