নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সাদার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিন নগরে সকাল ১১টায় ফুল ও ঔষধি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ—উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাসহ বিএনসিসি ক্যাডেটরা।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে ফলজ, বনজ, ফুল ও ঔষধিসহ নানা প্রকারের কয়েক হাজার চারা লাগানো হবে বলে জানান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। সবুজ ক্যাম্পাস বিনির্মাণ ও পরিবেশ বাঁচাতে এ উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
সান নিউজ/এমকেএইচ