মানিকগঞ্জ প্রতিনিধি: জেলার হরিরামপুর উপজেলায় আধা ঘণ্টার ব্যবধানে এক নারীকে দুই ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ টিকা কেন্দ্রে ঘটনাটি ঘটে।
দুই ডোজ টিকা পাওয়া রোকেয়া বেগম (৪০) মালুচী গ্রামের মো. সাদেক মোল্লার স্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় মানিকগঞ্জের ৬৫ ইউনিয়ন ও দুই পৌরসভায় টিকা দেওয়া হয়।
রোকেয়া জানান, তিনি সকাল ১০টার দিকে ওই অস্থায়ী টিকাদান কেন্দ্রে যান। বেলা ১২টার দিকে এক নারী স্বাস্থ্যকর্মী তার বাঁ হাতে টিকা পুশ করেন। এরপর রোকেয়া আরেক ডোজ নিতে সেখানেই অপেক্ষা করেন। আধা ঘণ্টা পর তার একই হাতে আবার টিকা দেন ওই স্বাস্থ্যকর্মী।
রোকেয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি আতঙ্কে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তবে তার শারীরিক কোনও সমস্যা দেখা যায়নি।
তিনি বলেন, আমি ভাবছি এক দিনেই দুই টিকা নেওয়া লাগে। তাই আবারও স্বাস্থ্যকর্মীর কাছে যাই, কিন্তু তখন আমারে কিছু না কয়ে আবারও টিকা দিলো। এখন নাকি সমস্যা হইবো, এটাই সবাই কইতেছে। আমার তো ভয় লাগতাছে।
সিভিল সার্জন আনোয়ারুল আমিন বলেন, ভিড়ের মধ্যে হয়তো ভুলে ওই নারীকে দুই ডোজ দেওয়া হয়েছে। ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সাননিউজ/এমআর