নিজস্ব প্রতিনিধি (গাজীপুর): গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় সেডের তৈরি একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল পৌনে দশটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চত করেছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. রকিবুল হাসান।
তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় সেডের তৈরি একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগে।
এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর চেষ্টা চালায়। সকাল দশটা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সান নিউজ/এনএএম