চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে নালায় পড়ে ডুবে যাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ সেপেটম্বর) দিনগত রাত ৩টার দিকে মেহেরীন মাহবুব সাদিয়ার (২০) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
সাদিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের শিক্ষার্থী। নগরীর হালিশহরের বড়পোল এলাকায় তার বাসা। বাবার নাম মো. আলী।
নগরীর আগ্রাবাদ মাজার গেট এলাকায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে নালায় পড়ে যান ওই ছাত্রী সাদিয়া। তিনি মামার সঙ্গে চশমা কিনে বাসায় ফিরছিলেন। মামা ভাগনিকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে নালায় ঝাঁপিয়ে পড়েন। কিন্তু মামা ব্যর্থ হন।
নগরের ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, নালায় তরুণী পড়ে যাওয়ার সংবাদ পেয়েই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান। ডুবুরি দলের সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা নালার বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেন। সাড়ে ৪ ঘণ্টা পর নিখোঁজ হওয়ার স্থান থেকে ৩০ গজ দূরে ওই নালা থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাননিউজ/এমআর