নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে সোনামসজিদ স্থলবন্দর ও বিকেলে রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেন।
রাষ্ট্রদূত বলেন, ‘নেপালের পূর্ব-দক্ষিণ অংশ চাঁপাইনবাবগঞ্জ থেকে কাছে। দুই দেশের বাণিজ্য এবং মানুষের যাতায়াত কীভাবে আরও বাড়ানো যায় এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরিদর্শনে এসেছি।’
এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সান নিউজ/ এমবি