ঝালকাঠি প্রতিনিধি: জেলার রাজাপুরে বাবার সহায়তায় ছেলে স্কুলছাত্রীকে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ওই ছাত্রীর ফুপু বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেছেন।
ওই স্কুলছাত্রী উপজেলার আদাখোলা গ্রামের আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের নবমে পড়ে। বাবা-ছেলেসহ অভিযুক্তরা পলাতক।
অভিযুক্তরা হলেন- উপজেলার আরুয়া এলাকার মো. ইব্রাহীম হাওলাদার (৫০) ও তার ছেলে হাসিব হাওলাদার (২০)।
মামলা সূত্রে জানা গেছে, একই এলাকার হাসিব ভুক্তভোগী স্কুলছাত্রীকে স্কুলে আশা যাওয়ার পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ২১ সেপ্টেম্বর সকাল সাতটার দিকে ভুক্তভোগী তার বাড়ির সামনে হাঁটতে বের হলে হাসিব তাকে জোর করে মোটরসাইকেলে তুলে তাদের বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে স্কুলছাত্রীর পরিবার খবর পেয়ে হাসিবের বাড়িতে স্থানীয় লোকজন নিয়ে উপস্থিত হলে সেখান থেকে হাসিব তার বাবা ইব্রাহীমের সহায়তায় স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যায়।
রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে মামলা হয়েছে। স্কুলছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
সাননিউজ/এমআর