নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) অবশেষে ভোটার তালিকায় নিজের নাম যুক্ত করলেন। দীর্ঘ অপেক্ষার পর ৭৭ বছর বয়সী সন্তু লারমা ভোটার তালিকায় নিজের নাম তুললেন।
রোববার (২৬ সেপ্টেম্বর) রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
শফিকুল ইসলাম বলেন, অন্যসব নাগরিকদের মতো সন্তু লারমা নির্বাচন অফিসে এসে ছবিসহ জাতীয় পরিচয়পত্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
ভোটার তালিকায় সন্তু লারমার নাম দেখে করোনাভাইরাস প্রতিরোধী অ্যাস্ট্রেজেনিকার টিকা নিয়েছেন বলে জানান রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা রেজিস্ট্রেশন সম্পন্ন করে সন্তু লারমা টিকা দিয়েছেন।
১৯৪৪ সালের ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার মহাপুরম এলাকায় সন্তু লারমার জন্ম। বর্তমানে তিনি রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় সরকারি বাসভবনে বসবাস করেন। পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের আন্দোলন করে আসছিলেন পাহাড়ের সংগঠন জেএসএস। এই সংগঠনের মূল নেতা সন্তু লারমা। তবে ১৯৯৭ সালে অস্ত্র সমর্পণের পর একটি শান্তিচুক্তি করা হয়।
সান নিউজ/এফএইচপি