নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে নির্মাণাধীন উন্নয়নকাজের ৫০ শতাংশ অগ্রগতি হয়েছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে।’
সোনারগাঁয়ে ফাউন্ডেশনের ভেতরের ভবন সম্প্রসারণ, নতুন অডিটোরিয়াম ভবন, ডাকবাংলো ভবন ও ক্যাফেটেরিয়ার নতুন ভবন নির্মাণকাজ চলছে। রোববার (২৬ সেপ্টেম্বর) উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘কারুশিল্পীদের জন্য ৪৮টি দোকান বরাদ্দ দেয়া হয়েছে। এবং কারুশিল্পীদের প্রণোদনা প্রদান করা হয়েছে।’
উল্লেখ্য, ১০ এপ্রিল থেকে ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ উন্নয়ন’ প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের অনুমোদিত ব্যয় ধরা হয়েছে ১৪৭ কোটি ২৬ লাখ টাকা।
সান নিউজ/ এমবি