নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ৩৭ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়ার চর কর্ণেশনা কলাবাগান এলাকায় জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে। জেলে গোবিন্দ হালদার মানিকগঞ্জের বাসিন্দা।
জেলে গোবিন্দ হালদার বলেন, ‘প্রতিদিনের মতো শনিবার রাতে পদ্মায় জাল ফেলে মাছ ধরতে যাই। মধ্যরাতে জালটি টেনে তুলতেই দেখি বিশাল একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সকালে মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়াঘাটে রেজাউল ইসলামের আড়তে নেয়া হয়। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লার কাছে এক হাজার তিনশ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার একশ টাকায় বাঘাইড়টি বিক্রি করি।’
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘পদ্মার মাছের চাহিদা বেশি। আশা করছি দ্রুত মাছটি বিক্রি করতে পারবো। সামান্য লাভে বিক্রির জন্য বিভিন্নস্থানে যোগাযোগ করছি।’
সান নিউজ/ এমবি