নিজস্ব প্রতিনিধি, পাবনা: চার ঘণ্টা বন্ধ থাকার পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল নয়টার দিকে পাবনার টেবুনিয়া স্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, রোববার সকালে পাবনার ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেন রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে। পাবনার টেবুনিয়া স্টেশনে পৌঁছালে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা।
পরে ঈশ্বরদী লোকোমোটিভ কারখানার উদ্ধারকারী ইঞ্জিন দিয়ে বিকল হয়ে যাওয়া ইঞ্জিনটি সরানো হয়। এরপর রাজশাহীর দিকে ছেড়ে যায় ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি।
সান নিউজ/ এমবি