নিজস্ব প্রতিবেদক: পাবনার টেবুনিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের লোকোমোটিভ রেলওয়ে ইঞ্জিন বিকল হয়েছে। এ ঘটনায় পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের টেবুনিয়া নামক রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটির সকালে টেবুনিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিকল ইঞ্জিনকে সরানোর পর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে।
সান নিউজ/এনকে