নিজস্ব প্রতিনিধি, সিলেটঃ সিলেটের ওসমানীনগর উপজেলায় থেমে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দয়ামীর সানাউল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কামরুল ইসলাম ও ইদ্রিছ আলী।
দুর্ঘটনার বিষয়ে ওসমানী নগর থানার ওসি শ্যামল বনিক জানান, সকাল পৌনে ছয়টার দিকে দয়ামীর সানাউল্লাহ এলাকার সড়কে একটি ট্রাক থেমে ছিল। এসময় ওই ট্রাকের সামনে দুজন দাঁড়িয়ে গল্প করছিলেন। এতে পেছন থেকে আরেকটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সান নিউজ/এমএইচ