নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় ফের ডাবল সেঞ্চুরির পথে কাঁচামরিচ। কমছে না সবজির দাম। ভরা মৌসুমেও ধরাছোঁয়ার বাইরে ইলিশ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) নগরীর খুচরা বাজারগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।
খুলনা নগরীতে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ ১২০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে, বেগুন ৩০-৫০ টাকা, ঢেঁড়স ৩০, ঝিঙে ৪০-৪৫, উচ্ছে ৬০, কুশি ৪০, আলু ২০, দেশি পেঁয়াজ ৫০, কাঁকরোল ৪০, পেঁপে ৩০, পটল ৩০-৪০, মিষ্টিকুমড়া ৩০ ও কাঁচকলা প্রতি হালি ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে এক সপ্তাহ আগে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ টাকা, বেগুন ৫০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, ঝিঙে ৩০ টাকা, উচ্ছে ৬০ টাকা, কুশি ৩০-৪০ টাকা, আলু ২০ টাকা, দেশি পেঁয়াজ ৪০-৪৫ টাকা, কাঁকরোল ৩০-৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, পটল ৩০ টাকা, মিষ্টিকুমড়া ২০-২৫ টাকা, কাঁচকলা প্রতি হালি ৪০ টাকা, কচুরমুখি ৩০ টাকায় বিক্রি হয়েছে।
এছাড়া ৫০০ গ্রাম সাইজের ইলিশ ৭০০ টাকা, ৭০০ গ্রাম সাইজের ৮০০ টাকা ও এক কেজি সাইজের ইলিশ ১৩০০-১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজির সরবরাহ রয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে সবজির দাম কমছে না।
নগরীর ময়লাপোতা মোড়ের ব্যবসায়ী মো. সহিদুল ইসলাম জানান, ‘বাজারে সবজির সরবরাহ যত বাড়বে, মূল্যও নামতে থাকবে।’
সান নিউজ/ এমবি