নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ধান ক্ষেতের সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল।
নিহতরা হলেন রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) ও ছেলে আব্দুল কাদের (৩২)।
জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় আব্দুল কাদের বাড়ির অদূরে ধান ক্ষেতে সেচ দিতে যায়। অন্ধকারে সেচ ঘরে পাম্পের সুইচ দিতে গিয়ে কাদের বিদ্যুতের তারে জড়িয়ে যায়। দীর্ঘ সময়েও সে বাড়িতে না ফেরায় মা আফরোজা ঘটনাস্থলে গিয়ে ছেলেকে খুজতে থাকে। কাদেরকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে তাকে ছাড়াতে গেলে মাও বিদ্যুতের তারে জড়িয়ে যায়।
বাবা ও দাদীকে মারা যেতে দেখে শিশুটি এলাকার লোকজনকে খবর দিলে স্থানীয়রা মা ও ছেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে রাণীশংকৈল থানা পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল জানান, ঘটনাস্থল থেকেই মা ও ছেলের লাশ উদ্ধার করে বাসায় নিয়ে আসি। যেহেতু বিদ্যুৎতের শক মারা গেছে থানার একটি ইউডি মামলা দায়ের হবে।
সান নিউজ/এনএএম