ফরিদপুর প্রতিনিধি: তিনদিন অনশন করে শেষ পর্যন্ত প্রেমিক হুমায়ুন মোল্যাকেই (২৮) বিয়ে করেছেন বরিশালের তরুণী তানিয়া খানম (২৩)। প্রেমিকের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তাদের বিয়ে হয়।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার চতুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার অলিয়ার রহমান খান বিষয়টি জানিয়েছেন। হুমায়ুন উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের মৃত জবেদ মোল্লার ছেলে।
ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. কেরামত আলী খান বলেন, বিয়ের দাবিতে অনশন করা মেয়েটির কাবিন নামায় ১ লাখ ২৫ হাজার টাকা দেনমোহর লেখা হয়েছে। দুজনই বর্তমানে হুমায়ুনের বাড়িতে আছেন।
জানা গেছে, হুমায়ুন রাজধানী ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। ওই কারখানায় কাজ করেন বরিশালের বানারীপাড়া উপজেলার বড়করপাকর গ্রামের হাবিব হাওলাদারের মেয়ে তানিয়া। এই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আড়াই বছর ধরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে থাকতেন। একপর্যায়ে কোন কিছু না বলে হুমায়ুন পালিয়ে যান। উপায়ন্তর না দেখে তানিয়া গত ২১ সেপ্টেম্বর হুমায়ুনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছিলেন।
সাননিউজ/এমআর