নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: করোনা পরিস্থিতিতে সরকার অসহায় ও সহায় সম্বলহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মজিদ মোল্লা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় নরসিংদী জেলাব্যাপী চাল, যাতায়াত ভাড়া ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নরসিংদী জেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লাকে কৃতজ্ঞতা জানান তিনি।
মজিদ মোল্লা ফাউন্ডেশনের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, কভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের প্রত্যেক পরিবারে ২৫ কেজির এক বস্তা চাল বিতরণ কার্যক্রমের আওতায় মনোহরদীতে দুই হাজার ১৫ বস্তা, বেলাবতে এক হাজার ২৪০ বস্তা চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া নরসিংদী সদরে দুই হাজার ৫৩০ বস্তা, রায়পুরায় তিন হাজার ৮৭৫ বস্তা, পলাশে এক হাজার ২৪০ ও শিবপুরে এক হাজার ৫৫০ বস্তাসহ মোট ১২ হাজার ৪৫০ বস্তা চাল বিতরণ করা হবে।
পাশাপাশি চাল নিতে আসা প্রত্যেক পরিবারকে চারটি করে মাস্ক মিলিয়ে মোট ৪৯ হাজার ৮০০ মাস্ক, যাতায়াত ভাতা বাবদ ২০০ টাকা করে মোট ২৪ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
সান নিউজ/এমএইচ