নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর-হাটিকুমরুল গোলচত্বর রুটের নলকা মোড় ও সীমান্ত বাজার এলাকা থেকে যানজট শুরু হয়। ধীরে ধীরে এ যানজট পূর্ব-দিকের কড্ডার মোড় ও পশ্চিমে হাটিকুমরুল পর্যন্ত ছড়িয়ে পড়ে।
সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর খালেকুজ্জামান সালেক জানান, মহাসড়কের নলকা সেতুর পশ্চিম পাশের রাস্তায় খানাখন্দ থাকায় গাড়ি ধীর গতিতে চলাচল করে। এ সেতুর জন্যই যানজট সৃষ্টি হচ্ছে।
এছাড়া সীমান্ত বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ফলে যানজট তীব্র আকার ধারণ করেছে। পুলিশ যানজট নিরসনের চেষ্টা করছে।
সাননিউজ/ জেআই