নিজস্ব প্রতিবেদক: মাদক সেবনের দায়ে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ চার জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সল। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রভাত কুমার উপস্থিত ছিলেন ।
এর আগে বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের পিটিআই সংলগ্ন রতনের ডিশলাইন অফিসে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ। এসময় গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় চার জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে একজন পৌর শহরের সমসেরাবাদ এলাকার আলমগীর হোসেন রতন। তিনি পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। অন্যরা হলেন- লাহারকান্দি গ্রামের নাইমুর হোসেন জাবেদ (৪৫) ও আবির নগর গ্রামের মো.সাইমুন (৪৬), সমসেরাবাদ এলাকার আমির হোসেন লিটন।
গাঁজা সেবনের দায়ে জাবেদ, আবির, সাইমুনকে ১৫ দিনের কারাদণ্ড ও ইয়াবা সেবনের দায়ে লিটনকে (৫২) ১মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন ভূইয়া বলেন, তাদের সবাইকেই জেল হাজতে পাঠানো হয়েছে।
সান নিউজ/এফএইচপি