নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের কাঁচা বাজারে গরুর পচা মাংস বিক্রি করার অপরাধে রিয়াদ হোসেন নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রামগঞ্জ উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা এ জরিমানা করেন।
জানা গেছে, রামগঞ্জ পৌর শহরের কাঁচা বাজারে কসাই রিয়াদ বাসি ও পচা মাংস বিক্রি করছিলেন। খবর পেয়ে ইউএনও তাপ্তি চাকমা সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইনে কসাই রিয়াদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৪০ কেজি পচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/ এমবি