নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মানদীতে জেলের জালে ১০ কেজি ওজনের একটি রুই ও ১১ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় কালীপদ হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।
সন্ধ্যার দিকে মাছদুটি উন্মুক্ত নিলামে উঠলে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ২১০০ টাকা প্রতি কেজি দরে ২১ হাজার টাকায় রুই ও ১৪০০ টাকা প্রতি কেজি দরে পাঙ্গাস মাছটি ১৫ হাজার ৪০০ টাকায় কিনে নেন। পরে চান্দু মোল্লার কাছ থেকে রুই মাছটি ২২০০ টাকা কেজি দরে এবং পাঙ্গাস মাছটি ১৫০০ টাকা কেজি দরে ঢাকার এক শিল্পপতি কিনে নেন।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘পদ্মার মাছ এমনিতেই সুস্বাধু, তারপর যদি বড় আকারের হয়, তাহলেতো কথাই নেই। সব সময় পদ্মার মাছের চাহিদা থাকে।’
সান নিউজ/ এমবি