নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ ঘটনার ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় রেল যোগাযোগ শুরু হয়।
টঙ্গী রেল স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেন মঙ্গলবার সকাল ১০টা ২৮ মিনিটে টঙ্গী এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রথমে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর একটি লাইন চালু করে দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী রেল চলাচল স্বাভাবিক করা হলেও সিলেট ও চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকে। দুর্ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
পরে দুপুর ১টা ২০ মিনিটে কর্তৃপক্ষ রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে দুপুর পৌনে ২টার দিকে উদ্ধার কাজ শুরু করা হয়। বিকেল পাঁচটার দিকে লাইন থেকে দুটি বগি সরিয়ে নেয়ার পর স্লিপার ও পাটাতন মেরামত কাজ শুরু করা হয়। সবশেষ পৌনে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ দুর্ঘটনার পর রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খাইরুল কবিরকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সাদিকুর রহমান।
সান নিউজ/ এমবি