নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শালবন রোহিঙ্গা শিবির থেকে একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাতির মরদেহটি উদ্ধার করে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে দীর্ঘ চেষ্টার পর হাতির মরদেহটি পানি থেকে উদ্ধার করা হয়েছে। বন বিভাগ ও ইআরটিকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা নেবেন।
উল্লিখিত, গত ৩১ আগস্ট (মঙ্গলবার) ভোরে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় ধানখেতে চলে আসে একটি মা হাতি। সেখানে স্থানীয়দের বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়। এরপর কিছু দুর্বৃত্ত শরীর থেকে হাতিটির মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলে।
সান নিউজ/ এমবি