নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোপ হাসপাতাল ফর ইউমেন পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে ৫ নম্বর ক্যাম্পের গণস্বাস্থ্য হাসপাতাল, খাদ্য সহায়তা কেন্দ্র পরিদর্শন শেষে সেখানে ইউএনএইচসিআরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে মাইসিলি রিনি এডিলমেন, মারসা মাইকেলসহ জাতিসংঘ শরণার্থী সংস্থার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লিখিত, গতকাল ১৮ সেপ্টেম্বর কক্সবাজারে আসেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
সান নিউজ/ এমবি