নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: ঢাকা-সুনামগঞ্জ রুটের সিলেট বাইপাস এলাকায় চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের গ্রেফতারের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে জরুরি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসন কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-ঢাকা সড়কের দূরপাল্লার বাস আসা-যাওয়ার পথে সিলেট-বাইপাস সড়ক এলাকার তেমুখি স্থানে সিলেট পরিরহন সমিতির নামে বাসে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। বারবার এ নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি অভিযোগ দেয়ার পর শ্রমিকদের মারপিটের ঘটনাও ঘটাচ্ছে এসব চাঁদাবাজরা। ফলে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এরপর রোববার বিকেল ৩টায় এ ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।
সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, জেলা প্রশাসকের আশ্বাস পেয়ে তিন দিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিকেল থেকে দূরপাল্লার বাস চলবে।
সান নিউজ/ এমবি