নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, রংপুর এক্সপ্রেস নামের ট্রেনটি রংপুরের দিকে যাচ্ছিলো। পথে দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেলস্টেশনের মাঝবর্তী এলাকার ৩২ নং রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধারকারী ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিন সরিয়ে নিলে রেলযোগাযোগ শুরু হয়।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম ও লাহিড়ী মোহনপুর স্টেশন মাস্টার আব্দুল মান্নান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সান নিউজ/ এমবি