নিজস্ব প্রতিবেদক: তরুণ পুলিশ সদস্যদের ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে অহেতুক ঘোরাফেরা নিরুৎসাহিত করেছে সিএমপি। একারণে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে ব্যক্তিগত মোটরসাইকেল প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে এ কড়াকড়িতে বিপাকে পড়ছেন পুলিশের অন্য সদস্যরাও।
এ বিষয়ে সিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার আমির জাফর গণমাধ্যমকে বলেন, কিছু পুলিশ সদস্য মোটরবাইক নিয়ে অহেতুক ঘোরাফেরা করেন। এভাবে দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত এমনকি মৃত্যুও ঘটছে। তাই কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত মোটরবাইক ব্যবহার করাকে আমরা নিরুৎসাহিত করছি।
কর্মরত পুলিশ সদস্যরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির পরিপ্রেক্ষিতে শনিবার (১৮ সেপ্টেম্বর) কিছু বাইক পুলিশ লাইনে ঢুকতে দেয়া হয়। কিছু পুলিশ সদস্যকে ফুটপাতেও মোটরসাইকেল রাখতে দেখা গেছে।